প্রকাশিত: ২২/০৮/২০২১ ১:৪৭ পূর্বাহ্ণ
উখিয়া প্রেসক্লাব সেক্রেটারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

 

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া প্রেসক্লাবের সেক্রেটারির নানা অনিয়মের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেছে ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উদ্দিন বাবুল। তবে বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করছে সেক্রেটারী কমরুদ্দিন মুকুল।

এদিকে ২১ আগস্ট কার্যকরি কমিটির এক সভায় অভিযোগটি আমলে নিয়ে সত্যতা যাচাই করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলো ফারুক আহমেদ, হানিফ আজাদ, আমানুল হক বাবুল, সোলতান মাহমুদ চৌধুরী ও নুর মোহাম্মদ সিকদার।

উক্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এমনটি জানিয়েছেন নেতৃবৃন্দ।

অভিযোগে প্রকাশ, কামরুদ্দিন মুকুল পরপর দুই-তিন বার ক্ষমতায় থাকার কারণে এলাকার সুবিধা-অসুবিধা, অনিয়ম দুর্নীতি সহ সব ধরণের তথ্য তার জানা। তিনি গত কমিটির সভাপতি সরওয়ার আলম শাহীনের তথা প্রেসক্লাবের কার্যকরী কমিটির অগোচরে ক্লাবের নাম ভাঙ্গিয়ে কামরুদ্দিন মুকুল উখিয়া ভূমি অফিসকে ম্যানেজ করে কুতুপালং বাজার থেকে ২১টি দোকান লীজ নেয়। পরবর্তীতে কুতুপালংয়ের বিভিন্ন জনের নামে দোকানগুলো বরাদ্দ দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তৎমধ্যে সভাপতি সরওয়ার আলম শাহীনকে ম্যানেজ করার জন্য তার নামেও একটি দোকান বরাদ্দ নেয়া হয় বলে জানা গেছে।

প্রেসক্লাবের গঠনতন্ত্রে স্পষ্ট লিখা আছে প্রেসক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিছু করতে হলে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এমনকি কমরুদ্দিন মুকুলের প্রেস সম্পর্কে কোন ধারণা নেই বলেও দাবী তুলেছে অভিযোগে।

অভিযোগে আরো প্রকাশ, সার্ভেয়ার কামরুজ্জামান বলেন, এরকম জানলে কাজটি হতো না। আমরা মনে করেছি তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রেসক্লাবের জন্য ওই দোকানগুলো নিয়েছে।

শুধু তাই নয়, প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে আরফাত হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত তার ব্যক্তি অফিসের আসবাবপত্র নেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে জানতে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারকে ফোনে না পেয়ে সহ-সভাপতি হুমায়ুন কবির জুশানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্তের রিপোর্ট পেলে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...
    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

      জাহাঙ্গীর আলম, টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ...