নিজস্ব প্রতিবেদক॥
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এবার এক স্কুলের দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মারেগ্যপাড়া এলাকা থেকে উছাহ্লা মারমা (৪৩) নামে ওই মাদককারবারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি ওই এলাকার ক্যাসিং মারমার ছেলে। সে সোনাইছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী বলে জানা গেছে। আটকের পর তার কাছ থেকে ১লাখ ৭১হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ জানায়, স্কুলের দপ্তরী উছাহ্লা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। গত কিছুদিন ধরে তাকে নজরে রাখা হয়েছিল। শুক্রবার নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশের অভিযানে ১লাখ ৭১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, এস আই নুরুল ইসলাম, অরুণ কুমার চাকমা, রকিবুল ইসলাম, ধীমান বড়ুয়া, এএসআই খাদেমুল ইসলাম, ইসমাইল হোসেনসহ অপারেশন টিম।
পাঠকের মতামত