প্রকাশিত: ১৪/০৮/২০২১ ৪:০৯ অপরাহ্ণ

শহীদুল ইসলাম ॥
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের খাল থেকে ভাসমান অবস্থায় ৪ বছর বয়সী একরাম উল্লাহ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার সন্ধ্যায় ১৭ নম্বর ক্যাম্প মধুরছড়া খালের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত একরাম উল্লাহ ওই ক্যাম্পের রমজান আলীর ছেলে।
জানা গেছে, উখিয়া থানার এসআই মো. শাহিন উদ্দিন ও ইরানী পাহাড় আর্মড পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে খাল হতে শিশুটির লাশ উদ্ধার করে।
১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাইমুল হক বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। পরে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত