
উখিয়া প্রতিনিধি ॥
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি ও ইয়াবাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনিবার সকালে কক্সবাজারের ৩৪ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক এলাকায় অভিযান চালায় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। বিজিবি টহলদল আত্মরক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পাঠকের মতামত