সোয়েব সাঈদ, রামু:
মুঠোফোনে ৯৯৯ এ কল পেয়ে জমি জবর-দখলের চেষ্টা প্রতিহত করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে-ওই এলাকায় অসহায় কৃষকদের জমি সন্ত্রাসী কায়দায় জবর-দখলের চেষ্টা চালিয়েছে আসছে একটি ভূমিগ্রাসী চক্র।
বুধবার সকালে চক্রটি দেশীয় অস্ত্র, লাটিসোটা নিয়ে জোরপূর্বক ছিদ্দিক আহমদ গং এর ধানী জমি চাষাবাদের চেষ্টা শুরু করে।
জমির মালিকরা দখলে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে পুলিশ প্রশাসনের সহাতা চেয়ে মুঠোফোনে ৯৯৯ এ অভিযোগ করেন। পরে সকাল দশটায় পুলিশ ঘটনাস্থলে গেলে জবর-দখলকারিরা পালিয়ে যায়।
বিষয়টি স্বীকার করে রামু থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এজাহার জানান-আবদুর রহমান পেঠানের নেতৃত্বে একটি চক্র দলবদ্ধ হয়ে জমিটি দখলের উদ্দেশ্যে চাষাবাদের চেষ্টা চালায়। পরে তারা জমির স্বপক্ষে কােন কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জমির মালিক ছিদ্দিক আহমদ, আবুল কালাম আজাদ, মো. আলম ও নুরুল হক জানান-স্থানীয় আবদুর রহমান পেঠান, কাহাতিয়াপাড়ার শফিউল আলম, আবদুল্লাহ ও শহিদ উল্লাহর নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটে লোকজন তাদের মারধর করেছে। তবে পুলিশের আন্তরিক সহযোগিতার ফলে জবর-দখলের চেষ্টা সফল হয়নি।
পাঠকের মতামত