প্রকাশিত: ১১/০৮/২০২১ ৫:৫৮ অপরাহ্ণ , আপডেট: ১১/০৮/২০২১ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বস্তাভর্তি এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১০ আগস্ট) গভীর রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ১৯ নাম্বার ক্যাম্পের ডি ব্লকের আবু সিদ্দিকের ছেলে জানে আলম (৫২) ও একই ব্লকের নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা খাতুন (৪৩)।
কক্সবাজারের র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে ফাতেমা নামের এক মহিলার বসতঘর থেকে একটি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত