
নিজস্ব প্রতিবেদক:
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সল্পতার কারণে
আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনোফার্ম (চীনা) ভ্যাকসিন প্রথম ডোজের কার্যক্রম স্থগিত করা হলো।
তবে আগামীকাল বুধবার ১১ জুলাই সকাল ৯ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত AstraZeneca (কোভশিল্ড) দ্বিতীয় ডোজের কোভিড-১৯ এর টীকা’র কার্যক্রম শুরু হচ্ছে। তবে অবশ্যই প্রমাণপত্র হিসেবে টিকা কার্ড সঙ্গে আনতে হবে।
বিষয়টি নিশ্চিত করে নিম্ম বর্ণিত সময়সূচি মোতাবেক দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রঞ্জন বড়ুয়া রাজন।
উল্লেখ্য যে, যাদের টিকা কেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২য় ডোজের জন্য এসএমএস পেয়েছেন এবং নিম্নবর্ণিত সিডিউল অনুযায়ী ১ম ডোজ গ্রহণ করেছেন, কিন্তু ২য় ডোজ পাননি, শুধুমাত্র তারাই টিকা কার্ড নিয়ে ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর টিকাদান কেন্দ্রে ২য় ডোজ টিকা নিতে পারবেন।
নিদিষ্ট তারিখ ও সময় ব্যাতি রেখে পরের তারিখের সিডিউল প্রথমে টীকা গ্রহণের জন্য ভীড় না করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে সকলকে টীকা প্রদান করা হবে।
পাঠকের মতামত