
উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
মঙ্গলবার(১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৮ ইস্ট এ পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন পিপিএম ও এসআই নাছিম মিয়া সঙ্গীয় ফোর্স এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই যৌথ অভিযান চালিয়ে ক্যাম্প-৮ ইস্ট বি-৩৭ ব্লকের রফিকের দোকানের সামনে রাস্তার উপর থেকে ৮০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ ক্যাম্প-৯ সি-১৪ ব্লকের জাফরের ছেলে মনসুর আলী(২৫) কে আটক করতে সক্ষম হয়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ৮ এপিবিএন যৌন অভিযান পরিচালনা করে ৮০হাজার পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত