
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করে র্যাব-১৫।
রবিবার(৮আগস্ট) রাত সাড়ে এগারটার দিকে সোনাদিয়া প্যারাবনে অবস্থানের খবর পেলে জলদস্যুদের ধরতে অভিযানে নামে র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের নাজের হোসেনের ছেলে মো. রাশেদ ও আবু তৈয়বের ছেলে মো. মিজানকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বঙ্গোপসাগরে টেকনাফ শাপলাপুরের পশ্চিমে সমুদ্রের গভীরে মাছ ধরার ট্রলার, মাছ, জাল সহ ৫০জন জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে দুজন জলদস্যুকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক জলদস্যুদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত