উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুই কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে উখিয়া টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গার নাম মোঃ জয়নুল আবেদীন। সে তুমব্রু জিরো পয়েন্টে অবস্থিত কোণার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজর আহম্মদের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, চোরাকারবারিরা অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর পায় তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা। বিজিবির টহল দল কুতুপালং এলাকার দিকে পায়ে হেটে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত অবস্থা থেকে বিপুল স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হবে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
পাঠকের মতামত