
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দিবাগত রাত একটার দিকে রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারিরবাদের হামলা থেকে জানমাল রক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর আভিযানিক দল উখিয়ার করাইবুনিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা রাখার গোপন স্থানে হানা দিয়ে ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪১ কার্ড ইয়াবা উদ্ধার করে। যার মধ্যে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা নিয়ে ফেরত আসার সময় চোরাকারবারিরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করলে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে। তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে চার রাউন্ড ফায়ার করলে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত