কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধ্বসের ঘটনায় দুই পরিবারের নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২জন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী এফডিএমএন ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ও জি ৩৮ এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামশুদ্দৌজা নয়ন।
নিহতরা হলো এফডিএমএন ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ এর শাহ আলমের স্ত্রী দিল বাহার, শাহ আলমের ছেলে শফিউল আলম(৯), একই ক্যাম্পের ব্লক জি/৩৮ এর ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), ইউসুফের ছেলে আব্দুর রহমান (৩) ইউসুফের মেয়ে আয়েশা সিদ্দিকা(১)।
এসময় আহত হয়েছে আরো দুইজন শাহ আলমের মেয়ে নুর ফাতেমা(১৪) ও ছেলে জানে আলম(৮)।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের অন্তত লক্ষাধিক রোহিঙ্গা পানিবন্দি হয়ে পড়েছে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানিয়েছেন, নিহতদের উদ্ধার পূর্বক পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। পানবাজার পুলিশ ক্যাম্প জিডি নং-৭৯৯।
পাঠকের মতামত