উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প থেকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বসত-ঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।
আটককৃতরা হলো কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ,শেড নং-২১, রুম নং-৬ এর বাসিন্দা মকতোবিজের ছেলে আব্দুর রহিম (২৬) ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম।
২৬ জুলাই প্রথম প্রহরে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে এই অভিযান চালিয়েছে ১৪ এপিবিএন সদস্যরা।
১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসত-ঘরের দরজার পাশে মাটি খুঁড়িয়া মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান, জব্দকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোর্পদ করা হয়।
পাঠকের মতামত