শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
ইমরান আল মাহমুদ:
কক্সবাজার শহরের পাহাড়তলী মানবকল্যাণ সমাজের উদ্যোগে গরীব অসহায় টমটম চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার(২৩ জুলাই) বিকেলে খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সভাপতি, সমাজ সেবক কবির আহমদ সওদাগর ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এসময় তিনি বলেন, গরীব অসহায় মানুষের দুর্দশা লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া টমটম ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সমাজের সকল গরীব দুঃস্থদের সহায়তা প্রদান করা হবে।
এদিকে, লকডাউনে কর্মহীন হয়ে পড়া টমটম চালকরা খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি বলে জানান।
পাঠকের মতামত