
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামী গ্রেফতার করেছে ১৬-এপিবিএন।
আটক সন্ত্রাসী স্থানীয় বাঙালি মো: মজিবুর রহমান। সে টেকনাফ পশ্চিম লেদার আবুল খায়ের এর ছেলে।
২২ জুলাই বিকেল সাড়ে ৩ টার দিকে লেদা ক্যাম্প-২৪ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, নিয়মিত সন্ত্রাসী ও মাদক অভিযানে ক্যাম্প-২৪ (লেদা)এর এ ব্লকস্থ জয়নালের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
ধৃত আসামী টেকনাফ মডেল থানার মামলা নং- ৬/৩৯৪ তারিখ- ০৪/০৮/২০১৮ খ্রিঃ ধারা- ১৯(a)/১৯(f) ১৯৭৮ সালের অস্ত্র আইন এবং টেকনাফ মডেল থানার মামলা নং- ০৭/৩৯৫ তারিখ- ০৪/০৮/২০১৮ ইং, ধারা- ১৯(১) এর ৯ (খ)১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দ্বয়ের এজাহারনামীয় ও ওয়ারেন্টভূক্ত আসামি। এছাড়াও ধৃত আসামী স্থানীয় বাঙালী সন্ত্রাসী সিদ্দিক গ্রুপের সদস্য মর্মে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে।
ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আসামী হস্তান্তর করা হয়েছে এমনটি জানিয়েছেন ১৬-এপিবিএন এর অধিনায়ক মো: তরিকুল ইসলাম।
পাঠকের মতামত