ইমরান আল মাহমুদ,উখিয়া:
আগামীকাল ২৩ জুলাই সকাল ৬টা হতে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা. পর্যন্ত শুরু হচ্ছে পূর্বনির্ধারিত কঠোর বিধি-নিষেধ। কঠোরতম বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে, ঈদের দ্বিতীয় দিন ও কঠোর লকডাউনের আগের দিন সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় নেমেছে ঘরমুখো মানুষের ঢল।
বৃহস্পতিবার(২২জুলাই) সন্ধ্যায় মানুষের ঢল আর তীব্র যানজট দেখা যায়। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে মাঠে কাজ করতে লক্ষ্য করা যায়।
অন্যদিকে, বিধিনিষেধ শিথিল থাকলেও শপিংমলগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি।
উপজেলার কোটবাজার,মরিচ্যা স্টেশনে দেখা যায়, বিভিন্ন এলাকার মানুষের আত্নীয় স্বজনদের বাসায় যাওয়া আসার চিত্র। যানবাহনে তিল ধারণের ঠাই ছিলোনা।
কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কঠোর লকডাউনের বিজ্ঞপ্তি জারির পর বেড়াতে এসে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন তারা।
পাঠকের মতামত