
সিএসবি রিপোর্ট:
কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ঈদ শুভেচ্ছা জানিয়ে
এক বিবৃতি দিয়েছেন। যা হুবহু তুলে ধরা হলো-
চলমান মহামারীতে উখিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পরিবারবর্গের জন্য জেলা প্রশাসক, কক্সবাজার মহোদয় শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। পাশাপাশি তাদের পরিবারের প্রতি সরকারের সহমর্মিতার ও সহযোগিতার বার্তা পৌছে দেয়া হয়।
জেলাপ্রশাসক মহোদয় হতে হোষ্ট কমিউনিটির জন্য প্রাপ্ত কোরবানির পশু মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুজিববর্ষের ঘর প্রাপ্ত ব্যক্তিদের মাঝে বিতরণ এর জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এই গুরুদায়িত্ব পালন করবেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গত তিনদিনে প্রায় ১৮ হাজার পরিবারকে বিশেষ ভিজিএফ এর আওতায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে আরো প্রায় দুই হাজার কর্মহীন পরিবারকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেয়ার এই কর্মযজ্ঞে সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন।
এই কর্মযজ্ঞে সামিল হওয়ায় উখিয়া উপজেলার সকল স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
নিরলস পরিশ্রম করে যথাসময়ে সরকারের সহায়তা মানুষের হাতে পৌছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ঈদ মোবারক!
পাঠকের মতামত