কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক মাদককারবারি নিহত হয়েছে।
নিহত মাদককারবারির নাম মোঃ লুৎফর রহমান (৩৮) সে পালংখালী নলবুনিয়া এলাকার জালাল আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে
পালংখালী ইউনিয়নের নলবুনিয়া চিংড়ি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) সূত্রে জানা গেছে, পালংখালী বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃ এজাজুল হক এর নেতৃত্বে টহলের সময় সংবাদ পায় একদল ইয়াবা কারবারি মায়ানমার হতে ইয়াবা নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করছিল। এ সময় বিজিবিকে লক্ষ্য করে মাদককারবারিরা ফায়ার করে বিজিবি ও পাল্টা ১১ রাউন্ড ফায়ার করে এবং বিজিবির একটি রাইফেলের বাট ভেঙ্গে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি এক নলা বন্ধুক ও একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটি এ রিপোর্টকালীন রাত ১২টার দিকেও বিজিবির হেফাজত রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে নিহত মাদককারবারি লুৎফর রহমান প্রকাশ লুতুইয়ার নামে ১২টি মামলা ছিল। তৎমধ্যে অস্ত্র মামলা ৪টি, ডাকাতি প্রস্তুতি ৩টি, মাদক ৩টি এবং ২টি অন্যান্য।
পাঠকের মতামত