সিএসবি২৪ ডেস্ক:
করোনায় চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা দেয়া হবে।
পরীক্ষা না হওয়ায় দুশ্চিন্তা এখনো কাটেনি শিক্ষার্থীদের। সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি আবারো অটোপাস দেওয়া হবে, সে সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে এসএসসি ও এইচএসসির ৩৪ লাখ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার আর অটোপাস দেওয়া হচ্ছে না। বিকল্প যেসব পদ্ধতি রয়েছে তার একটি হচ্ছে, রচনামূলক কিংবা সৃজনশীল অংশ বাদ দিয়ে কেবল এমসিকিউ পদ্ধতির পরীক্ষা নেওয়া। অন্যটি হলো বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া। যেমন- দুটি বিষয় একীভূত করে একটি বিষয় করা। এ ক্ষেত্রে ২০০ নম্বরের বিষয়গুলো ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া।
আজ যেকোনো একটি বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন শিক্ষামন্ত্রী।
এএম/সিএসবি২৪
পাঠকের মতামত