
সিএসবি২৪ ডেস্ক:
সুন্নাতে ইবরাহিমি কোরবানির দিনকে ঈদুল আজহা বা ইয়াওমুন নাহর বলা হয়। সারাবিশ্বে মুসলিমনদের কাছে এ দিনটি কোরবানির ঈদের দিন হিসেবে পরিচিত। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক, মুসলিম যদি ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক।
জাগতিক যেকোনো কাজ যেমন আমরা ঋণ করে লোন করে করতে পারি। রাসূলে কারিম (সা.) নিজের জীবনেও তিনি ধার করেছেন, সাহাবায়ে ইকরামের অনেকে ধার করেছেন; অতএব অর্থ ধার করে তিনি কোরবানি করতে পারেন।
সামর্থ্যবান অনেকেই আছেন যারা সাময়িক কারণে কোরবানির টাকা জোগাড় করতে পারেন না। সেক্ষেত্রে ঋণ করে বা ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।
এক্ষেত্রে কেউ চাইলে ধার করে, ঋণ করে কোরবানি করতে পারেন যদি পরবর্তীতে এই ঋণ শোধ করার সৎউদ্দেশ্য তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন।
সূত্র:ডেইলি বাংলাদেশ
এএম/ সিএসবি২৪
পাঠকের মতামত