সিএসবি২৪ ডেস্ক:
আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌ পুলিশকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
এ সময় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান তিনি।
বুধবার বিকেলে ঈদুল আজহা ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের নিয়ে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন তিনি।
সভায় সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান আইজিপি।
সূত্র:সমকাল
এএম/সিএসবি২৪
পাঠকের মতামত