উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা: রোহিঙ্গা যুবক আটক
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা তেলখোলাতে এক চাকমা ...
সিএসবি২৪ ডেস্ক:
দেশে আজ থেকে গণটিকাদান শুরু হয়েছে। গতকাল রবিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানান, সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার থেকে সারাদেশে সিনোফার্ম এবং মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।
আজ সোমবার(১২জুলাই) থেকে দেশের জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা। আর আগামীকাল মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে কোভ্যাক্সের মডার্নার টিকা।
সূত্র: সমকাল
এএম/সিএসবি২৪
পাঠকের মতামত