
সিএসবি২৪ ডেস্ক:
২৮ বছরের অপেক্ষা শেষে ধরা দিল কাঙ্ক্ষিত সেই ট্রফি। তবে স্কালোনির কাছে আসল ট্রফি সমর্থকদের মুখের হাসি। দি মারিয়ার গোলে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে এগিয়ে গিয়েও জিততে না পারায় নিজের কৌশল নিয়ে বেশ চাপে ছিলেন লিওনেল স্কালোনি। তবু পথেই অটল থাকেন আর্জেন্টিনা কোচ। সেই পথ ধরেই মিলল সাফল্যের ঠিকানা।
রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণ জমাট রেখে জয় তুলে নেয় স্কালোনির দল। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা কোচের এই কৌশল দেখা গেছে নিয়মিতই।
২০১৯ আসরের সেই ম্যাচ থেকে চলছে স্কালোনির দলের অজেয় যাত্রা। ধীরে ধীরে আর্জেন্টিনাকে সমীহ করার মতো একটা দলে পরিণত করছেন স্কালোনি। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয় করেছেন দারুণভাবে।
পাঠকের মতামত