২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
জসিম আজাদ :
কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ ডাম্পার ও ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ।
৮ জুলাই (বৃহস্পতিবার) বেলা দেড়টায় থাইংখালী বিট এলাকার চোরাখোলা থেকে মাটি ভর্তি ১টি অবৈধ ডাম্পার ও বিকাল সাড়ে ৫ টার দিকে তেলখোলা থেকে ১টি অবৈধ ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হাসানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে থাইংখালী বিট এলাকার চোরাখোলা থেকে ১ অবৈধ ডাম্পার ও তেলখোলা থেকে ১টি অবৈধ ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত