
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ৫ রোহিঙ্গাকে আটক করে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আসামীরা হলো যথাক্রমে উখিয়া জামতলী ১৫ নং ক্যাম্পের বাসিন্দা আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছন এর ছেলে মোহাম্মদ জোবাইর(২০),সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ(১৯),মোঃ সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯),মোহাম্মদ আমিন এর ছেলে নুর হাফেজ (১৯)। এরা সবাই
বুধবার (০৭জুলাই) সকালে লকডাউনে দায়িত্ব প্রাপ্ত টহলে থাকা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে রামু থানার পুলিশসহ রামু হাসপাতাল এলাকা থেকে এসব রোহিঙ্গাদের আটক করে ।
পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে রামু থানায় পাঠানো হয়।
আটককৃত রোহিঙ্গাদের জেলা কারাগারে প্রেরণ করেন এমনটি রামু থানা সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত