উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা: রোহিঙ্গা যুবক আটক
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা তেলখোলাতে এক চাকমা ...
ব্যাংক লেনদেনের সময় বাড়লো!
সিএসবি২৪ ডেস্ক:
‘কঠোর লকডাউনে’ ব্যাংকে লেনদের সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার(৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, আগামী ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। আর ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া সময়সীমার বাইরে আগের দেওয়া নির্দেশনা বহাল থাকবে।
আগামী ৮ জুলাই থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। শুরু হবে আগের মতো সকাল ১০টা থেকে।
এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে গত ৩১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে আবারও বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করে সরকার।
সূত্র: এনটিভি
পাঠকের মতামত