মোঃহাবিবুর রহমান, নওগাঁ:
নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনার কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে ২৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলায় এসব জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, কঠোর বিধিনিষেধ এর পঞ্চমদিনে উপজেলার প্রসাদপুর, ফেরিঘাট, সতিহাট, জয়বাংলা, দেলুয়াবাড়ি, ভোলাবাজার, মৈনম, মঞ্জিলতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিধিনিষেধ অমান্য করায় ৬ মামলায় ২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৩ মামলায় ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে।
ইউএনও আব্দুল হালিম আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সকলের প্রতি আহবান জানান তিনি।
পাঠকের মতামত