
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি বিহীন উখিয়ায় অস্থায়ী পশুর হাট বসানো যাবে না বলেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, করোনা সংক্রমন প্রতিরোধের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উখিয়া উপজেলায় এবছর সড়ক প্রতিরোধ করে এমন কোনো অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের অনুমতিবিহীন কোনো অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অস্থায়ী পশুর হাট বসাতে যারা আগ্রহী তাদের আজ বিকেল ৫টার মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করতে হবে। ৬ জুলাই আবেদন জমা দেয়ার শেষ দিন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক সম্ভাব্যতা যাচাই করে উপযোগী অস্থায়ী হাটের প্রস্তাব জেলা প্রশাসকের নিকট অনুমোদন এর জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়া সাপেক্ষে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট বসানো যাবে।
পাঠকের মতামত