
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ লকডাউনের চতুর্থদিনে আটোয়ারী বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেল উপজেলার গুঞ্জনমারি, তোড়িয়া, বারঘাটি, হাজিসমির উদ্দিন হাট, গাছবাড়ি সেন্টার, গোয়ালপারা, চোরপারা, উত্তরা বাজার, মির্জাপুর, পাটশেরী বাজার, কলেজমোড়, পল্লীবিদুৎ মোড় সহ ফকিরগঞ্জের বাজার মনিটরিং করা হয়। সেইসাথে বিভিন্ন অপরাধে মোট ৮হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ও পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এই জরিমানা করেন এবং দোকান পাট বন্ধ রেখে বাড়িতে থাকার পরামর্শ দেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক, পুলিশ, বিজিবি সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত