ইমরান আল মাহমুদ,উখিয়া:
কঠোর লকডাউনের চতুর্থদিনে উখিয়া উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে ১৫মামলায় ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের জরিমানার আওতায় আনা হয়।এসময় সেনাবাহিনী,বিজিবি,র্যাব,পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
রবিবার(৪জুলাই) সকাল থেকে মাঠে সক্রিয় অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃষ্টিভেজা দিনেও উপজেলার কোটবাজার, মরিচ্যা,উখিয়া, কুতুপালং বাজারে লকডাউন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। অপ্রয়োজনে বের হওয়া সব যানবাহন ফিরিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর আইন অমান্য করে খোলা রাখা বাজারে কঠোর তদারকি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করে ১৫টি মামলায় ১৫জনকে ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনসাধারণকে অযথা বের না হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। শাটডাউনে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা,মাস্ক বিতরণ সহ সব কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত