মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনার কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে ৮জনকে জরিমানা গুণতে হয়েছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় একটি কসমেটিক্সের দোকান সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, কঠোর বিধি নিষেধের তৃতীয়দিন উপজেলার প্রসাদপুর, ফেরিঘাট, সতিহাট, ভোলাবাজার, মৈনম, কুলিহার, সিংগীহাট, পাঁজরভাঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
বিধি নিষেধ অমান্য করায় আটজনের নিকট থেকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে পাঁজরভাঙ্গা বাজারের সুমন কসমেটিক্স নামের একটি দোকানঘর সিলগালা করে দেওয়া হয়েছে।
এসিল্যান্ড আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সকলের প্রতি আহবান জানান তিনি।
পাঠকের মতামত