
নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার রাতে কোটবাজার তচ্ছাখালী ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদককারি হলদিয়াপালং মৌলভীপাড়ার নুরুল আলমের ছেলে।
জানা যায়, কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল উখিয়া থানাধীন হলদিয়া পালং কোর্টবাজার সংলগ্ন তচছাখালী ব্রীজের পাশে মাদকের কারবার চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, সে দীর্ঘদিন টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত