ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ায় লকডাউন অমান্যকারী তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার(৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় বিধিনিষেধ অমান্য করে অযথা বের হওয়া তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন রাজাপালং সিকদারবিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার(৩৩), হলদিয়া পালং হাতিরঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে বশির(৩৫) ও রত্নাপালং খোন্দকার পাড়ার ইয়াছিনের ছেলে শফিউল করিম(২১)।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অযথা বের হওয়া তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের মধ্যে একজনকে ১মাস,দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাঠকের মতামত