সিএসবি২৪ ডেস্ক:
মুন্সিগঞ্জে কঠোর লকডাউন উপেক্ষা করে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাও গ্রামে নিমাইপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
অনুষ্ঠানের ৪শ’ লোকের জন্য রান্না করা খাবার স্থানীয় দুঃস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করেছিলো। খবর পেয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। বিয়েটি পূর্ব থেকে প্রস্তুতিমূলক। সবদিক বিবেচনা করে শুধু ছেলেপক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে। মধ্যাহ্নভোজের খাবার স্থানীয় দুঃস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
এএম/ সিএসবি২৪
পাঠকের মতামত