ইমরান আল মাহমুদ,উখিয়া:
করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় সারাদেশে শাটডাউন ঘোষণা করা হয়।
ঘোষণা বাস্তবায়নে জনসাধারণকে সচেতনতায় ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
সরেজমিনে উখিয়া উপজেলার প্রবেশমুখ মরিচ্যা,ব্যস্ততম স্টেশন কোটবাজার, উখিয়া সদর স্টেশন ও কুতুপালং বাজারে দেখা যায়, জনসাধারণকে বাড়ি ফেরাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপর সেনা টহল জোরদার করতে দেখা যায়। অতীব জরুরী প্রয়োজনে যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে এবং অযথা যারা বের হচ্ছে তাদেরকে নিজেদের বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে।
তাছাড়া বিভিন্ন স্টেশনে উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ সহ থানা পুলিশের টিম কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেক স্টেশনে তল্লাশি চৌকি বসিয়ে সব তদারকি করা হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে অযথা বের হওয়া জনসাধারণকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান।
পাঠকের মতামত