
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষের ঘটনায় নূরুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার মৃত আব্দু জলিলের ছেলে।
বৃহস্পতিবার (২০ মে) রাত ২ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজ বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয় গোপন সূত্রে জানা গেছে পারিবারিক কলহের কারণে নিহতের স্ত্রী খতিজা বেগম(৪৮) তার মেয়ে ইয়াসমিন(২২), সুজিয়া আক্তার প্র: মুন্নি(১৫) ও ছেলের স্ত্রী রহিমা আক্তার (২৫) একযোগে ছিরাই কাঠের টুকরা দিয়ে নুরুল হকের মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো: শাহ আলম(৪১) বাদি হয়ে উখিয়া থানায় একটি মামলা করা প্রক্রিয়াধীন আছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় জড়িত ৪জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত