
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজারের রামু রাবারবাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১৫।
অপহৃত শিশুর নাম শ্রাবন্তি রানী দে (১৩)। সে চট্টগ্রামের মিরসরাই পৌরসভা ৩নং ওয়ার্ডের দক্ষিণ তালবাড়িয়া এলাকার তরুণ কুমার দে এর মেয়ে।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের রামুর রাবারবাগান এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা গেছে ১৮ মে এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভিকটিমের মায়ের অভিযোগে প্রকাশ কয়েকজন অপহরণকারী তার মেয়ে শ্রাবন্তী রানীকে গত ১৩ মে তারিখে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে।
উদ্ধার পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা গেছে ১৩ মে সকাল ১১.০০ ঘটিকার দিকে বই, খাতা ক্রয়ের উদ্দেশ্যে মিরসরাই বাজারে যাওয়ার পথে অছি মিয়া ব্রীজের উপর পৌঁছালে পলাতক অপহরণকারী ১। লিটন ধর (২৭), পিতা-শংকর ধর, মাতা-জোসনা ধর, স্থায়ী ঠিকানা-বাইন্নপাড়া, থানা-লামা, জেলা-বান্দরবান, বর্তমান ঠিকানা-হ্নীলা মৌলভীবাজার, টেকনাফ, কক্সবাজার, ২। শংকর ধর (৫৫), পিতা-মানিক ধর, ৩। জোসনা ধর (৪৫), স্বামী-শংকর ধর, উভয় সাং-বাইন্নাপাড়া, থানা- লামা, জেলা-বান্দরবান, ৪। রুমা ধর (২৫), স্বামী-সুশীল শীল, সাং-সাবরাং, গুচ্ছগ্রাম, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারগণ পরস্পর সহযোগীতায় ১নং আসামীর সহিত ভিকটিমকে জোরপূর্বক বিয়ে দেয়ার উদ্দেশ্যে অপরহরণ করতঃ কক্সবাজার জেলার রামু থানাধীন রাবারবাগান এলাকায় নিয়ে আসে।
পরবর্তীতে উদ্ধার হওয়া ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পলাতক অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রামের মিরসরাই থানায় মামলা দায়ের করেন এমনটি জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
পাঠকের মতামত