
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় এবার সী-বাদশার নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রভাষক নুরুল মাসুদ ভুইয়া। এ ঘটনায় আরো ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষে দুই পক্ষের মধ্যে আহতরা হলো রাজাপালং সিকদার বিল এলাকার মৃত আব্দুল করিম ভুইয়ার ছেলে একেএম নুরুল মাসুদ ভুইয়া (৩৭)। মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৪০)। মৃত দিদার মিয়ার ছেলে মো: আরফাত।
ছৈয়দ নুরুর ছেলে নুর মোহাম্মদ বাদশা। গুরা মিয়ার ছেলে একরাম উল্লাহ (৩৮) ও তার ভাই গফুর উল্লাহ (২০)। জালাল আহমদের ছেলে মোহাম্মদ ওসমান। গুরা মিয়ার স্ত্রী ইসলাম খাতুন। ছৈয়দ নুরুর স্ত্রী নুর নাহার।
শনিবার (১৫ মে) রাত ১১ টার দিকে উখিয়ার সিকদার বিল এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বহু অপরাধের হোতা হঠাৎ ফুলে ফেঁপে কোটি টাকার মালিক বনে যাওয়া রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার ছৈয়দ নুর মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ বাদশা প্রকাশ সী-লাইন বাদশার নেতৃত্বে এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ভুইয়া ফাউন্ডেশনের আহবায়ক আহসানুল কবির বলেন, জকির মিস্ত্রীর বাড়িতে লাগানো সিসি ক্যামেরার বিশেষ ফোকাস লাইট মানুষের মুখে পড়া নিয়ে বৈঠকে বাদশা পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা চালায়।
এ সময় উখিয়া কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক নুরুল মাসুদ ভুইয়াসহ দুই পক্ষের ৮ জন গুরুতর আহত হয়।
আহতদের তাৎক্ষনিক উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মাসুদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে সী-লাইন বাদশা কৌশলে তার ক্যাসিনো এবং মাদক কারবার নিয়ন্ত্রণের জন্য এলাকায় এসব করছে বলে জানিয়েছেন আহত মোহাম্মদ আলী।
এ ঘটনায় সী-লাইন বাদশাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এমনটি জানিয়েছেন আহত কলেজ শিক্ষক মাসুদ ভুইয়ার বড় ভাই নুরুল বশর ভুইয়া।
এ ব্যাপারে নুর মোহাম্মদ বাদশা বলেন, ভুইয়া পরিবারের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য এর আগেও সী-লাইন বাদশা কর্তৃক সওজের জায়গা অবৈধ দখলের বিষয়ে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের উপর হামলা করে উল্টো মিথ্যা মামলা দেয়। তার এই অসীম ক্ষমতার খুঁটির জোর কোথায় এমনটি প্রশ্ন এলাকাবাসীর।
পাঠকের মতামত