
আটোয়ারীতে টি-২০ ক্রিকেট খেলায় উপজেলা প্রশাসনকে হারিয়ে চৌধুরী পরিবারের জয়লাভ
আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদুল ফিতর উপলক্ষে চৌধুরী পরিবার কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনকে হারিয়ে চৌধুরী পরিবার জয়ী হয়েছে।
ঈদের পর দিন শনিবার সকালে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা চৌধুরী বংসের বড় বোন লতিফা বেগম চৌধুরী এই খেলার উদ্বোধন করেন।
এ সময় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
খেলায় ১৩৪ রানের টার্গেটে মাঠে নেমে ১২০ রান সংগ্রহ করে উপজেলা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয় চৌধুরী পরিবার।
পাঠকের মতামত