
মোঃহাবিবুর রহমান, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়ায় এক দিনমজুরকে চার্জার ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ ই মে ) ঈদুল ফিতরের দিন বিকেলে সাবাইহাটে অনাডম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে চার্জার ভ্যানগাড়ী প্রদান করা হয়। প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের এই ভ্যানগাড়ীটি প্রদান করেন পানিয়াল গ্রামের সমাজ সেবক এস এম মকলেছুর রহমান কামরুল।
চার্জার ভ্যানগাড়ী পেয়ে বেজাই খুশি একই উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের সুমন আলী।
সূত্রে জানা গেছে, বেকারত্ব দূরিকরণ এবং একটি পরিবারকে স্বাবলম্বী করতে এই ব্যক্তিগত অনুদানটি প্রদান করা হয়েছে।
কামরুল আরোও জানান, আমাদের স্ব-স্ব অবস্থান থেকে আমরা যদি একটু সহানুভূতিশীল হই, অসহায়দের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিই, তাহলে সমাজ থেকে দারিদ্র্যতা দূর হবে।
চার্জার ভ্যানগাড়ী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অধ্যাপক, আনোয়ারুল ইসলাম , আজিজুল হক , মুকলেছার রহমান , কাবিরুল ইসলাম সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঠকের মতামত