
এম. মতিন, রাঙ্গুনিয়া:
সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার পরপরই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার মরিয়ম নগর- রানীরহাট ডিসি সড়কে আবারো মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
এর আগে দুপুর ২ টার দিকে একই সড়কের লালানগর ইউনিয়নর বেরিবাঁধ এলাকায় এনজিও সংস্থা পদক্ষেপ অফিসে সামনে মোটরসাইকেল দুঘর্টনায় উজ্জ্বল বড়ুয়া (৫০) ও রাহেদুল ইসলাম (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৪ মে) এই দুই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকাল ৩ টার দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেড়াতে বের হন ২ মোটরসাইকেল আরোহী। তারা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের গাবতল এলাকা থেকে মরিয়ম নগর- রানীরহাট ডিসি সড়ক দিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাইর মোহাম্মদ পাড়া এলাকায় আসে। তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি ইউটার্ন করায় মুখোমুখি সংঘর্ষে হয়।
মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ৩টি মোটরসাইকেল। আহত হন তিন মোটরসাইকেল আরোহী। এতে গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পাঠকের মতামত