
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ স্থানীয় ১৪০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
আজ রোববার স্টার্ট ফান্ড প্রকল্পের আওতায় গত ২২ মার্চ ২০২১ তারিখে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীর মধ্যে ছিল খেজুর ও পাউডার দুধ ৫০০ গ্রাম করে, সেমাই ৬ প্যাকেট, চিনি ও ছোলা ২কেজি, পোলাও চাল, চিড়া ও সুজি ১ কেজি, মুসর ডাল ইত্যাদি।
এ ছাড়াও বস্ত্রাদির মধ্যে লুংগি- ৩টি, টি-শার্ট ৬টি, থামি-৩টি, বালিশ ২টি, বিছানার চাদর ২টি, ব্লাউজ ১টি, ওড়না ১টি, জুতা ৩ জোড়া, পায়জামা ২টি, হাফপেন্ট ২টি, শিশুপোষাক ২টি ও শিশুদের কম্বল ১টি।
হাইজিন কিট ১ বক্সে যা ছিল লন্ড্রী সাবান ৫টি, গোসলের সাবান ১০টি, এলুমিনিয়াম কলসী ১টি, জেরিকেন ২টি, প্লাষ্টিক বালতি ১টি।
ডিগনিটি কিট ১ বক্সে ছিল সোলার লাইট ১টি, জুতা ২ জোড়া, ওড়না ১টি,ম্যাক্সি ১টি। ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রোহিংঙ্গা প্রকল্পের অপারেশনন্স ডিরেক্টর অতুল ম্রং ও ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী।
পাঠকের মতামত