
এ রাযহান চৌধূরী রকি, আটোয়ারী থেকে : পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
রবিবার সকালে আটোয়ারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসন পঞ্চগড় এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মাঠে চাল, ডাল, তৈল, লবন, সেমাই চিনির একটি প্যাকেজ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত