
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে।
২৩ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো ব্লক ডি/৭ এর আলী হোসেনের ছেলে মোঃ নূর সালাম (৩৯), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), হালিমা খাতুন (২৬)।
জানা গেছে, মাদকাসক্ত স্বামীর নেশা করার বিষয়ে কথা কাটাকাটি হয় স্ত্রী মরিয়মের সাথে।
পরবর্তীতে শ্যালিকা হালিমা খাতুন (২৬) ব্লক ডি/৭ ক্যাম্প- ২ ইষ্টের দুলাভাই নুর সালামের দিকে এলে উভয়ে একে অপরকে দা ও কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়।
পরে শ্যালিকা হালিমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্র এবং নিহত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত