চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার
মুকুল কান্তি দাশ, চকরিয়া: অপারেশন “ডেভিল হান্টে” সাবেক কাউন্সিলরসহ আটজন আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের ...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসা গ্রুপের চরম নির্যাতনের শিকার হয়ে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নম্বর শেডের আশ্রিত রোহিঙ্গা আরিফুল্লার ছেলে জিয়াবুল হক (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মৃত্যু হয়েছে।
রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ জানান, ওই রোহিঙ্গা কিশোরকে ৬ অক্টোবর আরসা গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে চরম নির্যাতন চালায়।
৮ অক্টোবর কুতুপালং ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেন।
পাঠকের মতামত