রফিক মাহমুদ, রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে..
কক্সবাজারের উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসে বলে জানিয়েছে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মো: এমদাদুল হক।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় রোহিঙ্গাদের ছোট ছোট ৪ টি বাড়ি ভস্মিভুত হয়েছে।
খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
পাঠকের মতামত