প্রকাশিত: ০১/০৩/২০২০ ৮:৩০ অপরাহ্ণ , আপডেট: ০১/০৩/২০২০ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ কক্সবাজারের উখিয়ার রত্মাপালং ইউনিয়নের ঝাউতলা এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১ মার্চ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি স’মিল জব্দ ও ৩ লক্ষাধিক টাকার সেগুন, গর্জন ও জামসহ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান এবং দক্ষিন বন বিভাগের সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান।
এ বিষয়ে সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান জানান অবৈধ স’মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।
পাঠকের মতামত