এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী::
“বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ১ মার্চ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। গৃহীত কর্মসূচীর মধ্যে বর্নাঢ্য র্যালী, প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বীমার গুরুত্বের” উপর রচনা প্রতিযোগিতা উল্লেখযোগ্য।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে বর্নাঢ্য র্যালী এবং র্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা আইসিটি অফিসার মো: শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বীমা কোম্পানীর কর্তা ব্যক্তিগন।
পাঠকের মতামত