
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।
আগামীকাল স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্যা স্টারের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির দুই মেয়াদে ২৪ বছর ধরে প্রধানমন্ত্রী থাকা মাহাথির মোহাম্মদ। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা। এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন রাজা।
গত দুই দশক ধরেই মালয়েশিয়ায় ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। এবার তারই প্রধানমন্ত্রী হওয়ার জোর গুঞ্জন ছিল। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।
পাঠকের মতামত