
উখিয়া প্রতিনিধি ॥
কক্সবাজারের উখিয়ায় আকস্মিক চলন্ত বাসে আগুন ধরেছে। শহীদ এটিম জাফর আলম সড়কের উখিয়া স্টেশন জামে মসজিদের সামনে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাসটিতে হঠাৎ আগুন লাগলে প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দেয় যাত্রী সাধারণ। এসময় অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিক আহতের পরিচয় জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে।
পথচারী এইচ কে রফিক জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সরাসরি নাফ স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০২০৮) গাড়ীটি উখিয়া স্টেশন জামে মসজিদ সামনে পৌছলে ইঞ্জিলে হঠাৎ আগুন ধরে যায়। তখন থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে গাড়ির জানালা দিয়ে বাইরে লাফ দেয়।
রেগুলেটরে পানি শুকিয়ে যাওয়ার কারণে অথবা গাড়িটির ওয়্যারিং সমস্যার কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে ধারণা করছেন অন্যান্য চালকরা।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক জানান, চলন্ত গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়িটি।
পাঠকের মতামত